ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

কালের সমাজ | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জুলাই ১৯, ২০২৫, ১১:৫৬ এএম গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর জারি করা কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

 

শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

 

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

গত বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

 

পরদিন বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর উপস্থিতিতে কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা কারফিউ শিথিল ছিল। পরে আবার শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ শুক্রবার রাতে জেলা প্রশাসন ঘোষণা দেয়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

 

 

কালের সমাজ/এ. স./সাএ

 


 

Side banner
Link copied!