ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৪, ২০২৪, ১২:৫৩ পিএম নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১১

নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় একটি কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে এরোসল তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১১ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদেরকে নিজস্ব বাসে করে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, দগ্ধদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা কিছুক্ষণ পর জানানো যাবে।

 

কালের সমাজ/এ.স./সাএ

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!