ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালিত

কালের সমাজ | আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি জুলাই ১৯, ২০২৫, ০৪:১৪ পিএম কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালিত

কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালিত হয়েছে।


এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা। একই সাথে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি।


এসময় কর্মসূচিতে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, এডিসি জেনারেল কুদরত-ই খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, পিপি এড. বজলুর রসিদ, এনসিপির জেলা সমন্বয়কারী মুকুল মিয়া, এবি পার্টির আহবায়ক ডাঃ নজরুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজি নাহিদ, এনসিপির শ্রম-কল্যান সম্পাদক মোঃ মাসুম, শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন, শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!