ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মদনে একদিনে শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৭

কালের সমাজ | নেত্রকোনা প্রতিনিধি জুলাই ২৪, ২০২৫, ০৬:০৩ পিএম মদনে একদিনে শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৭

নেত্রকোনার মদনে একদিনে শেয়ালের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কোন ভ্যাকসিন। বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার চানগাঁও ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে।  এ নিয়ে রোগী ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছে।  


আহতরা হলেন,বাচচু মিয়া ,ইতি আক্তার, তন্না আক্তার,মোস্তাকিন,শিপা আক্তার,সালমান,এরশাদ,শামীম,আঙ্গুর মিয়া, আইরিন আক্তার, আশব আলী, মারিয়া আক্তার,লিজা মনি, আবির, লিমা আক্তার,মিজানূরকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তারা সবাই চানগাঁও ইউনিয়নের রতনপুর,শাহাপুর, আলীয়ারপুর গ্রামের বাসিন্দা।


আহত এরশাদ, আঙ্গুর মিয়া ও লিমা আক্তার বলেন, এশার নামাজ পর বাড়ির সামনে ছিলাম। হঠাৎ শেয়াল এসে আমাদেরকে কামড়ে পালিয়ে যায়। মদন স্বাস্থ্য’্কমপ্লেক্সে প্রাথকিম চিকিৎসা নিতে আসলে কোন ভ্যাকসিন মিলেনি। তারা কামড়ের ক্ষত স্থানে ড্রেসিং করে ব্যথা নাশক ওষধ দিয়েছে। ভ্যাকসিন দিতে হলে নেত্রকোনা সদর হাসপাতালে যেতে হবে।
তবে মদন হাসপাতালে ভ্যাকসিন না পাওয়ায় আহত ও রোগীর স্বজনরা হতাশা গ্রস্ত হয়ে পড়েছে।


মদন স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাক্তার তায়েব হোসেন জানান, বুধবার রাতে শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে ১৬/১৭ জন রোগী আহত হয়ে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় নেত্রকোনা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন সংগ্রহ করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছি।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!