ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক‑সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, শিশুসহ ৫ জন গুরুতর আহত

কালের সমাজ | মাহমুনা আক্তার, জেলা প্রতিনিধি বগুড়া জুলাই ২৭, ২০২৫, ০৪:০৫ পিএম বগুড়ার নন্দীগ্রামে ট্রাক‑সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, শিশুসহ ৫ জন গুরুতর আহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার (২৭ জুলাই) সকাল সাডঢ়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট সংলগ্ন বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক উপজেলার কাথম দক্ষিণপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (২২) ও যাত্রী উপজেলার বিশা গ্রামের নজু হাজীর স্ত্রী হাওয়া বিবি (৫০) । আহতদের মধ্যে তিনজন সিএনজির যাত্রী ও দুজন পথচারী।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত। তিনি জানান, “দুর্ঘটনায় জড়িত কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।” তিনি আরও জানান, প্রয়োাজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!