ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

কমছে তিস্তার পানি, স্বস্তিতে নদীপাড়ের মানুষ

কালের সমাজ | জেলা প্রতিনিধি নীলফামারী জুলাই ৩০, ২০২৫, ১০:১৭ এএম কমছে তিস্তার পানি, স্বস্তিতে নদীপাড়ের মানুষ

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কয়েকদিন ধরে উত্তাল থাকা তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে নদীপাড়ের মানুষদের মাঝে।

বুধবার (৩০ জুলাই) সকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার স্পর্শ করলেও, সকাল ৯টায় তা কমে দাঁড়ায় ৫২ দশমিক ৭ সেন্টিমিটারে—যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, “রাত থেকেই পানি কমতে শুরু করেছে। পরিস্থিতি এখন স্থিতিশীল থাকলেও নজর রাখা হচ্ছে উজানের অবস্থা পর্যবেক্ষণে।”

এর আগে মঙ্গলবার রাতে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে উঠেছিল। সে সময় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নদীপাড়ের মানুষ রাত কাটায় উৎকণ্ঠায়।

ডিমলার পূর্বখড়িবাড়ী এলাকার কৃষক সাইফুল ইসলাম জানান, “আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। পানি কিছুটা কমেছে ঠিকই, তবে নতুন করে বৃষ্টি হলে আবার ক্ষতির আশঙ্কা রয়েছে।”

বাইশপুকুর চরের বাসিন্দা আমেনা বেগম বলেন, “প্রতি বছরই আমাদের ক্ষতি হয়। আমরা চাই, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। এটিই আমাদের একমাত্র দাবি।”

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “তিস্তার পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। বড় ধরনের ঝুঁকি নেই, তবে সতর্কতা বজায় রাখা হচ্ছে।”

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) জানিয়েছে, আপাতত পানি কমছে। তবে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হলে নদীর পানি আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!