শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে তিনজন জুয়াড়িকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। দীর্ঘদিন ধরে এরা বিশাল অঙ্কের অর্থ দিয়ে জুয়া খেলে আসছিল। স্থানীয়দের অভিযোগ, লক্ষাধিক টাকা নিয়ে চলা এসব জুয়ার আসরে এলাকার কিশোর ও যুবকদের বিপথে ঠেলে দেওয়া হচ্ছিল। এমনকি জুয়াকে কেন্দ্র করে এলাকায় একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম। তিনি বলেন, “জাজিরায় মাদক ও জুয়া চলতে দেওয়া হবে না। আমার দায়িত্বে থাকার সময় কেউ এসব অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে ছাড় দেওয়া হবে না। আমরা জুয়া নির্মূলে কঠোরভাবে কাজ করছি এবং সফল হবো বলেই বিশ্বাস।”
স্থানীয়রা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :