ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট

কালের সমাজ | রাঙামাটির জেলা প্রতিনিধি আগস্ট ৫, ২০২৫, ১২:১৪ পিএম খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সবগুলো জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে উন্মুক্ত করে পানি ছাড়া শুরু হয় বলে জানান কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, "প্রতিটি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।"

বিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্রে জানা গেছে, হ্রদের পানির চাপ বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল ৯টার দিকে গেটগুলো খুলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু রাতেই পানির পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী সময়ের আগেই গেট খুলে দেওয়া হয়।

পানি ছাড়ার ঠিক আগের সময়ে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৫ ফুট, যেখানে ১০৮ ফুটই হ্রদের বিপৎসীমা হিসেবে নির্ধারিত। এই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।

এদিকে, কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন চালু থাকায় সেখান থেকেও প্রতিনিয়ত প্রায় ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নদীতে সরানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!