ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সংবাদ প্রকাশের পর পঙ্গু আসাবুদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও আবু বক্কর সিদ্দিকী

কালের সমাজ | সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার আগস্ট ১১, ২০২৫, ০৭:০০ পিএম সংবাদ প্রকাশের পর পঙ্গু আসাবুদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন  ইউএনও আবু বক্কর সিদ্দিকী

নরসিংদী পলাশের চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া পূর্বপাড়া গ্রামের  দুই পা পঙ্গু  আসাবউদ্দীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১০ আগস্ট) বিকালে আসাবুদ্দীনের বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ব্যাগ চাল ও নগদ  আর্থিক সহায়তা  তুলে দেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো: আবু বক্কর সিদ্দিকী।
এর আগে, আসাবুদ্দীনকে বাঁচাতে এগিয়ে আসুন। দুই পা পঙ্গু আসাবুদ্দীন স্বাভাবিক জীবনে ফিরতে চায়, শিরোনামে সংবাদ প্রকাশ করে স্থানীয় গনমাধ্যম কর্মীরা। খবরটি নজরে আসে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার । এরপরই তিনি দ্রুত  ব্যবস্থা গ্রহণ করেন। ছুটে যান আসাবুদ্দীনের বাড়িতে। তাৎক্ষণিক আসাবুদ্দীনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  সহায়তা করেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সবরকম সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন। এ সময় ইউএনওর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার উপস্থিত ছিলেন ।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবক্কর সিদ্দিকী বলেন, সংবাদমাধ্যমে দুই পা পঙ্গু আসাবুদ্দীনের পরিবারের অসহায়ত্বের খবর দেখে খুব খারাপ লেগেছে। যে বয়সে তার পরিবারের হাল ধরার কথা। সেই বয়সে কোমড়ের মেরুদন্ডের হাড়সহ দুইটি পা পঙ্গু হয়ে গেছে। অসহায় পরিবারটি ঠিক মতো চিকিৎসা করাতে পারছেনা পরিবারটি। এটা আসলে মেনে নেয়া যায় না। তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছি। আশাবুদ্দীনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ীভাবে কিছু করে দেওয়ার চেষ্টা করতেছি। তাকে ও তার পরিবারকে সবরকমের সহযোগিতা করা হবে।

তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, আপনারা অনেক জায়গায় সংবাদ সংগ্রহে যান  এমন অনেক অসহায় বা কর্ম অক্ষম মানুষ আছে যা আমরা জানিনা, আপনার আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন,  আমি আমার সাধ্যমত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  চেষ্টা করব অসহায় ও কর্ম ও অক্ষমদের পাশে থাকার জন্য।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!