মুকসুদপুরে নানা আয়োজনে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯ আগস্ট ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী।
একদিন পর আজ বুধবার (২০ আগস্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বনাঢ্য র্যালি ও আলোচনা সভা, বৃক্ষ রোপন ও রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
উপজেলা দলীয় অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, এ সময় সকলের সমবেতকণ্ঠে উচ্চারিত হয় জাতিয় ও দলীয় সংগীত।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নেতাকর্মীবৃন্দ এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুকসুদপুর পাইলট বালক উচ্চবিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়, এরপর দলীয় নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে পড়ে থাকা ময়লা অপসারণ করে, পরিস্কার-পরিচ্ছন্ন কাজে অংশ নেয়।
র্যারি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়, এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা গাজী, সহিদুল ইসলাম মঞ্জু, কাজী হাসিব রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুরাদ মল্লিক, এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, শফিকুল ইসলাম শফিক, মোহাম্মদ আলী, মুন্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, রুহুল আমিন, হানিফ মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম শেখ, শাকাওয়াত হোসেন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি মাহামুদ খান, সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারন সম্পাদক শাকিল শরীফ, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
কালের সমাজ/ কা. স/ সাএ
আপনার মতামত লিখুন :