শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের রাতের খাবার না দেওয়া এবং উন্নয়নমূলক কাজে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দুদক জানতে পারে, ১০১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দ থাকলেও কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হয়নি। পাশাপাশি রোগীরা দীর্ঘদিন ধরে বরাদ্দকৃত রাতের খাবার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় হাসপাতালের বাথরুম ও বিভিন্ন ফ্লোর নোংরা-অপরিষ্কার থাকায় আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কর্মকর্তারা।
অভিযান শেষে সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুল সাংবাদিকদের জানান, “আমরা উন্নয়নমূলক কাজে অনিয়ম ও রোগীদের রাতের খাবার না দেওয়ার প্রমাণ পেয়েছি। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”
কালের সমাজ/ ও.র./সাএ
আপনার মতামত লিখুন :