ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

শরীয়তপুর জেলা প্রশাসক নিয়মের বহিভুক্ত বানিজ্য মেলার অভিযোগ

কালের সমাজ | মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধি আগস্ট ২০, ২০২৫, ০৬:০৭ পিএম শরীয়তপুর জেলা প্রশাসক নিয়মের বহিভুক্ত বানিজ্য মেলার অভিযোগ

শরীয়তপুর সদর হাসপাতাল, শিশু পার্ক ও বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শিল্পকলা একাডেমীর মাঠে বাণিজ্য মেলার অনুমোদন বাতিলের আবেদন করেন এলাকা বাসি ও সুসিল সমাজ,এই বিষয় বানিজ্য মেলা বন্ধের স্মরক লিপি প্রদান করা হয়।

আজ বুধবার (২০শে আগস্ট) দুপুর ১২ টায় শরীয়তপুর জেলাপ্রসাশকে কাছ বানিজ্য মেলা বন্ধের জন্য স্মরক লিপি প্রদান করা শরীয়তপুর শহরের কেন্দ্রস্থলে জেলা শিল্পকলা একাডেমীর ছোট্ট মাঠে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো মেলার এই স্থানটি শহরের সবচেয়ে সংবেদনশীল ও ব্যস্ত এলাকায় অবস্থিত।এই মাঠটির একপাশে শরীয়তপুর সদর হাসপাতাল, অন্য পাশে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠিক পাশেই রয়েছে একমাত্র শরীয়তপুর শিশু পার্ক এবং উত্তর প্রান্তে জেলা শিল্পকলা একাডেমীর কার্যক্রম।

উপরন্তু এই মাঠ ঘেঁষে চলে গেছে ব্যস্ততম সড়ক ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক, যেখানে প্রতিদিনই ভয়াবহ দুর্ঘোটনা ও যানজট লেগে থাকে। এমন প্রেক্ষাপটে এই এলাকায় বাণিজ্য মেলার অনুমোদন শুধু অবিবেচনাপ্রসূতই নয় বরং নগরবাসীর জন্য ভোগান্তি ও ক্ষতির কারণ হয়ে দাঁড়াইয়াছে।

শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন মেলা আয়োজন অমানবিক ও অযৌক্তিক। প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। মেলার শব্দদূষণ, ভিড় এবং যানজট সরাসরি তাদের চিকিৎসা প্রক্রিয়াকে ব্যাহত করবে। এটি রোগী এবং তাদের স্বজনদের জন্য নিদারুণ কষ্টের কারণ হবে। শরীয়তপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুতর বিঘ্ন এবং বানিজ্য মেলার মাঠের ভীতর দিয়া স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতের রাস্তা।

শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এমন একটি বড় মেলা আয়োজন হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।পাশে শিশু পার্ক ও বিনোদন প্রেমীদের স্বার্থ ক্ষুণ্য হবে। যে শিশু পার্ক শহরের একমাত্র পারিবারিক বিনোদনকেন্দ্র, সেটি কার্যত অচল হয়ে পড়বে মেলার কারণে। শিশু ও পরিবারগুলোর বিনোদনের পরিবেশ নষ্ট হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!