ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

রাস্তা মেরামতে এগিয়ে এলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ

কালের সমাজ কাজীপুর প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৫, ০২:০৮ পিএম রাস্তা মেরামতে এগিয়ে এলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ

সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারের চৌরাস্তায় টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়ে পানি জমে যায়। এতে করে পথচারী ও যানবাহনের চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

 

স্থানীয়রা জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে মানুষের কষ্ট লাঘব করতে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন।

 

রবিবার (২৪ আগস্ট) বিকেলে তারা নিজেদের শ্রম ও পরামর্শে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন আমির মাওলানা মো: সানোয়ার হোসেন, বাজার শাখার সভাপতি মো: আব্দুল আওয়াল, সেক্রেটারি মো: রবিউল ইসলাম, ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি মো: আব্দুল মতিনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

জামায়াত নেতাদের এমন উদ্যোগে সাধারণ জনগণ ও চালকরা সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সবার জন্য উপকার হবে।

 

কালের সমাজ/ ক. প./ সাএ
 

Side banner
Link copied!