ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

কালের সমাজ | উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) আগস্ট ২৬, ২০২৫, ০৩:৪২ পিএম ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই যানজট ধীরে ধীরে কাচপুর থেকে কর্নগোপ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ও ট্রাকচালকদের সড়কে দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার কারণে মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। এর প্রভাব গিয়ে পড়ে ঢাকা-সিলেট মহাসড়কে। ফলে কাচপুর ব্রিজের পূর্ব পাশে এসে যানবাহনগুলো আটকা পড়ে। এতে সকাল থেকে ধীরে ধীরে রূপগঞ্জ অংশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

যাত্রী আসলাম ভূঁইয়া বলেন, “বরপা থেকে ৪০ মিনিট আগে বাসে উঠেছি। কিন্তু এখনো তারাবো বিশ্বরোড পার হতে পারিনি।”
ট্রাকচালক মাসুদ রানা জানান, “সোমবার বিকেলে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি। এতক্ষণে মুড়াপাড়া পৌঁছানোর কথা ছিল। কিন্তু এখনো কাচপুরেই আটকে আছি।”
মিতালী পরিবহনের চালক হাশেম খান বলেন, “সকালে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুই ঘণ্টায় ভুলতা থেকে তারাবো বিশ্বরোড এসেছি। কখন পৌঁছাব, তা জানি না।”

কাচপুর হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজট এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে ঢাকা-সিলেট মহাসড়কের খানাখন্দ ও যানবাহনের বিশৃঙ্খল লেন তৈরি নতুন করে ভোগান্তি বাড়াচ্ছে। তিনি বলেন, “যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। শিগগিরই পরিস্থিতি উন্নত হবে।”

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!