সমাজের জন্য নীরবে কাজ করে যাওয়া কিছু মানুষ আছেন, যাদের প্রচার নয়, বরং আত্মতৃপ্তিই মূল লক্ষ্য। এমনই একজন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের তরুণ সমাজসেবক, উদ্যোক্তা ও যুবরত্ন মাহবুবুর রহমান বিপ্লব। মানবকল্যাণকে জীবনের ব্রত হিসেবে নিয়েছেন তিনি।
মাদরাসার এতিমদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অসহায় মানুষের ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দেওয়া—প্রতিদিন কোনো না কোনো ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখেন বিপ্লব। সমাজসেবামূলক কাজে অল্প সময়ে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি। তার হাস্যোজ্জ্বল স্বভাব ও ইতিবাচক মনোভাব তাকে করে তুলেছে সবার প্রিয়।
করোনাকালে অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। সম্প্রতি সিংগাবরুনা গ্রামের দিনমজুর বখতিয়ার হোসেন বাচ্চা গেল্লার একমাত্র উপার্জনের অটোভ্যানটি স্থানীয় বন বিভাগের কর্মীরা জব্দ করলে পরিবারটি চরম সংকটে পড়ে। বিষয়টি জানাজানি হলে বিপ্লব নিজের অর্থ দিয়ে নতুন একটি অটোভ্যান কিনে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
সমাজের বিভিন্ন সমস্যায় সবসময় পাশে থাকা এই তরুণের স্বপ্ন—অসহায় ও অবহেলিত মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :