নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। শনিবার (৩০ আগস্ট) সকালে জি আর ইন্সটিটিউটে সোনারগাঁয়ের সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আশ্বাস দেন।
সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শায়লা নাসরিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গজারিয়া কলিমুল্লা সরকারি কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ডেমরা কলেজের অধ্যাপক ড. নুরে আলম এবং সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক একে লুতফুল কবির, সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুবকর সিদ্দিক মোল্লা, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন, আদমজীনগর সরকারি কলেজের অধ্যক্ষ ছোলাইমান খন্দকার, এডভোকেট আমির হোসেন, ব্যাংকার জুলহাস উদ্দিন, সোনারগাঁ সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম শাহীন, সহ-প্রচার সম্পাদক দেওয়ান সামছুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, অধ্যাপক মাহফুজুল হায়দার, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, মজিবুর রহমান, মেজর হামিদা আক্তার, জিআর ইন্সটিটিউটের সভাপতি তুহিন মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল এবং সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সংঘের সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন ডা. গাজী জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব এবং সোনারগাঁ সংঘের সহসভাপতি কাজী আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :