ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

আগামী নির্বাচন হবে স্মরণকালের কঠিনতম — ড. খোন্দকার আকবর হোসেন বাবলু

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:৩২ পিএম আগামী নির্বাচন হবে স্মরণকালের কঠিনতম — ড. খোন্দকার আকবর হোসেন বাবলু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে বরাংগাইল বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্মরণকালের অন্যতম কঠিন নির্বাচন। যাদের গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”

ড. বাবলু আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। তবে সব বাধা মোকাবেলা করে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”

সভায় সভাপতিত্ব করেন শিবালয় থানা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন ঢাকা উত্তর তেজগাঁও শিল্পাঞ্চল থানা কৃষক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিল্টু, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শিবালয় উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!