ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকে ১৫ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৪:১৯ পিএম সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকে ১৫ জনকে ফেরত দিয়েছে বিএসএফ

ভারতে আটক ১৫ জন বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্তে বিজিবি - বিএসএফের পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে ৬ টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপি কমান্ডার ও ভারতের ১৪৩ বিএসএফ বিথারি কোম্পানী কমান্ডার নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।
এসময় বিএসফ ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরমধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৬ জন ও শিশু ৫ জন রয়েছে।

ভারত থেকে ফেরত আসা এসব বাংলাদেশিকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি মাদরা ক্যাম্প কমান্ডার জানিয়েছেন।

কালেরর সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!