ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ভাঙ্গা মহাসড়ক অবরোধে বিকল্প রুট তীব্র যানজট

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:৫৭ পিএম ভাঙ্গা মহাসড়ক অবরোধে বিকল্প রুট তীব্র যানজট

ভাঙ্গা মহাসড়কে চলমান অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের অধিকাংশ যানবাহন বিকল্প রুট হিসেবে মাদারীপুরের শিবচর হয়ে পাচ্চর রোড ব্যবহার করতে শুরু করেছে। ফলে এ রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

যান চলাচল বন্ধ থাকায় আজ সকালেও কিছু সময়ের জন্য পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিকতা ফিরে এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের ক্ষোভ বেড়ে যায় এবং পুনরায় সড়ক অবরোধ করে তারা। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

শিবচর এলাকার একাধিক বাসিন্দা জানান, “আমাদের অঞ্চলের রাস্তাটি মূলত অভ্যন্তরীণ যান চলাচলের জন্য নির্মিত। এখন পর্যন্ত ভারী যানবাহনগুলো চলার কারণে রাস্তাটির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি প্রতিদিন দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মাসুদ চৌধুরী জানান, “আমি মিঠাপুর থেকে শিবচর আসতে সাধারণত সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগে। কিন্তু আজ আমাকে প্রায় ৩ ঘণ্টা রাস্তায় থাকতে হয়েছে।”

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত মহাসড়কের সমস্যা সমাধান না হলে বিকল্প রুট ব্যবহারের কারণে অবকাঠামো ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়বে।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!