ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

শিবচরে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতি বেড়েই চলেছে

কালের সমাজ | ইমরান হাওলাদার, মাদারীপুর (শিবচর) প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:০২ পিএম শিবচরে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতি বেড়েই চলেছে

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি ও সশস্ত্র ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকাগুলিতে রাতের আঁধারে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে সংঘবদ্ধ অপরাধীচক্র। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। গতরাতে মগরা গ্রাম থেকে তিনটি গরু মোস্তফা শরিফের বাড়ি থেকে নিয়ে যায়,গ্রামবাসী অনেক চেষ্টার পরেও ডাকাতদের ঠেকাতে পারিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিবচরের একাধিক এলাকায় রাতের বেলায় ঘরে ঢুকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অনেকেই রাতে পাহারার জন্য নিজ উদ্যোগে পাহারাদার নিয়োগ করেছেন। কেউ কেউ পালাক্রমে রাত জেগে মহল্লা পাহারা দিচ্ছেন। তবুও অপরাধ কমছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, “প্রতিদিন রাতে ঘুমাতে গেলে আতঙ্কে থাকি। কখন যে ডাকাত ঢুকে পড়ে—ভেবে সারারাত ঘুম হয় না। পুলিশে জানিয়েও কার্যকর ব্যবস্থা পাচ্ছি না।”

বিশেষজ্ঞরা বলছেন, অপর্যাপ্ত টহল, দুর্বল গোয়েন্দা নজরদারি এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার না হওয়াই এই পরিস্থিতির জন্য দায়ী। ফলে চোর ও ডাকাতরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এই অবস্থার প্রেক্ষিতে সচেতন নাগরিক ও বিশিষ্টজনেরা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

শুধু প্রশাসনের তৎপরতাই নয়, নাগরিকদেরও সচেতন ও দায়িত্ববান হতে হবে। নিজের বাড়ি ও আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে অচিরেই আরও বড় ধরনের সঙ্কটে পড়তে পারে এসব এলাকা। তাই অপরাধ দমনে প্রশাসনের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের অনিবার্য দাবি।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!