ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

লামায় দুর্বৃত্তদের হাতে নষ্ট হলো বৃদ্ধ কৃষকের লাউ ক্ষেত

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:২৯ পিএম লামায় দুর্বৃত্তদের হাতে নষ্ট হলো বৃদ্ধ কৃষকের লাউ ক্ষেত

বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি গ্রামে দুর্বৃত্তদের হাতে নষ্ট হলো এক বৃদ্ধ কৃষকের শতাধিক লাউ গাছ। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা গাছগুলো উপড়ে ফেলে দেয় বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক বাদশাহ জানান, তিনি ৩৩ শতক জমি বর্গা নিয়ে লাউ চাষ করেছিলেন। গাছে ইতিমধ্যে ফলনও ধরেছিল, বাজারজাতের প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু সকালে ক্ষেতে গিয়ে দেখেন, মাচার সব গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে তিনি দিশাহারা হয়ে পড়েন।

কৃষক বাদশাহ বলেন, “লাউ চাষে ঋণ করেছি। বাজারে বিক্রি করে টাকা পরিশোধের আশা ছিল। কিন্তু সব গাছ নষ্ট হয়ে যাওয়ায় এখন জানি না কীভাবে ঋণ শোধ করব। আমার কারও সঙ্গে শত্রুতাও নেই, কে বা কারা এমন করল বুঝতে পারছি না।”

সরেজমিনে দেখা গেছে, ক্ষেতজুড়ে প্রতিটি ডগায় ঝুলছিল কচি লাউ। কৃষক বাদশাহ আগের দিনও ক্ষেত দেখে স্বপ্ন বুনেছিলেন, কিন্তু পরদিন সকালে চোখে পড়ে শুধু ধ্বংসের চিত্র।

এ বিষয়ে লামা উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মো. আশরাফুজ্জামন সোহেল বলেন, ঘটনাটি তিনি আগে জানতেন না। বিষয়টি খোঁজখবর নিতে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হবে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!