নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫ সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মিলনের সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার।
সম্মিলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার আজমল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সম্মিলন প্রাথমিক শিক্ষা ও শিশুদের দক্ষতা বিকাশে উৎসাহ প্রদান করেছে। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের কাজের স্বীকৃতি প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫ এর মূল লক্ষ্য হলো মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রচার ও প্রসার ঘটানো। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং সংশ্লিষ্ট সকলকে একটি সুন্দর ও আধুনিক সমাজ গঠনে অবদান রাখতে অনুপ্রাণিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভট্টপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ছায়াতল উদ্বোধন করেন।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :