ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

মুকসুদপুরে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:০৩ পিএম মুকসুদপুরে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপনকে কেন্দ্র করে মুকসুদপুর থানার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় থানা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল বাছেদ।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সভার সভাপতিত্ব করেন এবং সেকেন্ড অফিসার সুকান্ত বাউল সভার সঞ্চালনা করেন। সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার সাহা, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মুকসুদপুর শাখার সদস্য সচিব সনজিদ বালা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পংকজ কুমার সাহা, মুকসুদপুর সদর মন্দির কমিটির সভাপতি অখিল সাহা, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সভায় প্রধানত দূর্গাপূজা উদযাপনের নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা, মন্দির পরিচালনা, স্থানীয় প্রশাসন ও পুলিশ সহায়তা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!