ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

মুকসুদপুরে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:৫২ পিএম মুকসুদপুরে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

“আমিষে শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানকে সামনে রেখে মুকসুদপুরে পোনা মাছ অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম পাভেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইয়্যেদুল ইসলাম ভূঁইয়া (আঃদাঃ), উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দীন শেখ, খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক টুটুল মল্লিকসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও অভয়াশ্রমে মোট ৩৩৩.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!