মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সজিব খন্দকার (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এবং সেনাবাহিনীর যৌথ দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন টেপাখোলা মাস্টার কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সজিব খন্দকারের বিরুদ্ধে জিআর নং-৩০৮/১৯ (কোতয়ালী), ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) মামলায় সাজা পরোয়ানা জারি ছিল। এছাড়া কোতয়ালী থানায় তার নামে আরও চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব খন্দকার স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :