বহুল আলোচিত পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলার পলাতক আসামি তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. জসিম উদ্দিন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল তাঁকে আটক করে। পরে রাত পৌনে ১২টার দিকে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়। গ্রেফতারের সময় মহিউদ্দিন একজন ব্যারিস্টারের বাসা থেকে বের হচ্ছিলেন।
মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
ছাত্র হত্যা মামলা: গত বছরের ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে ছাত্র আন্দোলনে নিহত সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই হাসিবুল হাসান লাবলু একটি অভিযোগ দায়ের করেন। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানায় তা এজাহার হিসেবে রুজু করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়, যেখানে মহিউদ্দিন ছিলেন ১৩ নম্বর আসামি।
খাল দখল ও হত্যা মামলা: ২০২২ সালের ৬ অক্টোবর খাল দখল নিয়ে বিরোধের জেরে মাকসুদুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কয়েক ঘণ্টা পর শ্মশান থেকে মাকসুদুরের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার নয় দিন পর নিহতের ভাতিজা এনাহক হক তালুকদার তাঁকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে।
দুর্নীতি মামলা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকেও মহিউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। সম্প্রতি দুদকের একটি প্রতিনিধি দল তাঁর স্থাবর–অস্থাবর সম্পত্তি যাচাই করতে পটুয়াখালী পরিদর্শন করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তাঁর বিরুদ্ধে চলমান সব মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
কালের সমাজ//র.ন


আপনার মতামত লিখুন :