বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৫-এ বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের সন্তান আরমানুল ইসলাম নয়ন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচনের আগে ক্যাটাগরি-২ এর আওতাধীন ১৮টি ক্লাবের বৈধতা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট অভিযান চালায়। ২০২৫ সালের ১৭ মে জমা দেওয়া দুদকের প্রতিবেদনে দেখা যায়, এসব ক্লাবের মধ্যে কেবল শান্তিনগর ক্লাবের গঠনতন্ত্র পাওয়া গেছে, আর বেশিরভাগই নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
তবুও ওই দলগুলোকে নিয়েই তৃতীয় বিভাগ বাছাই লীগ আয়োজন করা হয় এবং সেখান থেকে দুটি দল উত্তীর্ণ হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব অনিয়মের পেছনে বিসিবির কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ ছিল, যার মাধ্যমে কাউন্সিলরশিপের ভোটাধিকার তৈরির চেষ্টা করা হয়েছে। অভিযানে আরও উঠে আসে, কয়েকটি ক্লাবের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা একাধিকবার মিল রয়েছে এবং অনেক ক্ষেত্রে ঠিকানা হিসেবে আবাসিক ভবন বা কর্পোরেট অফিস ব্যবহার করা হয়েছে।
দুদকের পর্যবেক্ষণে বলা হয়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিসিবির পছন্দসই দল ও মালিকদের ভোটাধিকার প্রদানের চেষ্টা হয়েছে, যা প্রকাশ্যে অনুসন্ধানের দাবি রাখে। এ বিষয়ে বিসিবিকে দুদক থেকে একাধিকবার জবাব দিতে বলা হলেও তারা সাড়া দেয়নি।
পরে নির্বাচন কমিশন ১৮টি ক্লাবের বৈধতা নিয়ে সুস্পষ্ট মতামত চেয়ে বিসিবিকে পত্র পাঠায়। বিসিবি তাদের সংবিধানের অনুচ্ছেদ-১০ এর বরাতে জানায়, যেহেতু এসব ক্লাবের বিরুদ্ধে এখনো আদালতের কোনো দণ্ডাদেশ হয়নি, তাই তারা কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে থাকবে।
পরবর্তীতে বিসিবি ১৫টি ক্লাবের নাম কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত করে কমিশনে পাঠায়। কিন্তু নির্বাচন কমিশন ক্রিকেটের স্বার্থে এবং জাতীয় স্বার্থ বিবেচনায় ওই ১৫টি ক্লাবকে তালিকার বাইরে রেখে ৬১টি ক্লাব নিয়ে ক্যাটাগরি-২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।
এরই ধারাবাহিকতায় আসন্ন বিসিবি নির্বাচনে বান্দরবান থেকে সদস্য পদে আসছেন আরমানুল ইসলাম নয়ন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :