ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি।
সভায় জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেওয়া নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরা হয়। পুলিশ জানায়, পূজা চলাকালীন সময়ে শহরের সব মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং প্রতিটি মন্দিরকে সিসিটিভির আওতায় আনার দিকে নজর রাখা হবে।
পুলিশ আরও বলেছে, পূজা চলাকালীন কিশোর গ্যাং বা ইভটিজিংয়ের মতো অপ্রীতিকর কার্যক্রম বন্ধ রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এক সপ্তাহের জন্য মদের দোকান বন্ধ থাকবে, ডিজে পার্টি চলবে না এবং পূজা সম্পর্কিত গান ছাড়া অন্য কোনো গান পরিবেশন করা হবে না। গুজব রোধে জেলা পুলিশ সতর্ক থাকবে এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বলা হয়, গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সর্বদা পুলিশি টহল থাকবে এবং পেট্রোলিং টিম নিয়মিত কার্যক্রম চালাবে। এছাড়াও, শহরে যানজট রোধে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিসর্জন কার্যক্রম সুনির্দিষ্টভাবে সম্পন্ন করা হবে।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং বিগত বছরের মতো এবারও পূজা শান্তিপূর্ণ ও সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :