শেরপুরের শ্রীবরদী উপজেলায় অটোভ্যান দুর্ঘটনায় রুদ্র বাসবো (১২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিলভরট গ্রামের সাজু বাসবোর ছেলে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে বিলভরট আটানী পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্র বাসবো তার এক বন্ধুর অটোভ্যান নিয়ে ঘুরতে বের হন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী ও স্বজনরা জানান, রুদ্র ছিলেন প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের এক যুবক। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারটি শোকে ভেঙে পড়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে সাগর রবিদাস বলেন, রুদ্র ছিল খুব ভালো মনের ছেলে। সবসময় বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে থাকত। হঠাৎ এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। আমরা শোকার্ত পরিবারের পাশে আছি।
স্থানীয়দের মতে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে তরুণদের আরও সতর্ক হয়ে যানবাহন চালানো উচিত। বিশেষ করে অটোভ্যান ও মোটরচালিত যান নিয়ন্ত্রণে না রাখলে মুহূর্তেই বড় ধরনের বিপদ ঘটতে পারে।
রুদ্রর আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :