সোনারগাঁয়ে মিথ্যা সংবাদ ও ফেইসবুক ফেক আইডি থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর উপজেলার পানাম ফুড পার্কে বিকালে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন বলেন ৫ ই আগস্ট ক্ষমতার পটপরিবর্তন হলে
সংশ্লিষ্ট ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে ও ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিতকরণে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে। দায়িত্ব পাওয়ার পর থেকে আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।
তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কিছু স্বার্থানেষী কুচক্রী মহল আমাকে স্বৈরাচারী পলাতক খুনী হাসিনার দোসর আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।
কয়েকটি ফেক ফেইসবুক আইডি থেকে আমার নাম দেখিয়ে কয়েকটি ছবি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, অতীতে আমি কোন দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না,এই সমস্ত ফেক আইডির বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। আর যে ছবিগুলো প্রচার করা হচ্ছে, সে ছবিগুলো আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নের স্বার্থে সবার এখানে অংশগ্রহণ করতে হয়েছে। এগুলো রাজনৈতিক কোন বিষয় না।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :