ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জেলা প্রতিনিধি, বান্দরবান | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:১৪ পিএম বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে তথ্য অফিস ও বেসরকারি উন্নয়ন সংগঠন গ্রাউসের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি বাজার থেকে র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজী ফিরোজা বেগম বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেল। সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ এবং সঞ্চালনায় ছিলেন গ্রাউসের সহকারী প্রকল্প কর্মকর্তা সুইনু প্রু মার্মা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার এসআই আমিনুর রহিম ও স্থানীয় কারবারি চাইচিং অং।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ডিজিটাল স্বাক্ষরতার মাধ্যমে সাধারণ মানুষ যাতে সহজে, দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে পরিবেশ সংক্রান্ত তথ্য— যেমন বায়ুদূষণ, পানিদূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার প্রভাব— সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ তথ্য অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!