ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেফতার

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৩৯ পিএম সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেফতার

সাতক্ষীরা শহরে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাত ১১টার দিকে সদর থানার পুলিশ শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমা পারভীন রত্না বড়বাজার সড়কের মার্কেট এলাকায় শওকত হোসেনের কন্যা। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটককৃত রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!