ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

যমুনার ভাঙনে ঘরহারা সিরাজগঞ্জের প্রতিবন্ধী পরিবার বঞ্চিত ভাতা

কামারখন্দ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:৫৫ পিএম যমুনার ভাঙনে ঘরহারা সিরাজগঞ্জের প্রতিবন্ধী পরিবার বঞ্চিত ভাতা

যমুনার ভাঙনে ঘরবাড়ি হারানো সিরাজগঞ্জের এক পরিবার এখনও পাচ্ছে না সরকারের প্রতিবন্ধী ভাতা। একই পরিবারের তিনজন সদস্য প্রতিবন্ধী হলেও সরকারি ভাতা থেকে বঞ্চিত।

খোকশাবাড়ী ইউনিয়নের নওদাশৈলাবাড়ী নদীতীরে ভাড়ায় থাকা মোঃ নূরুল ইসলাম বলেন, “বছর পাঁচেক আগে আমার স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী হয়ে পড়েছেন। দুই সন্তান জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী। অথচ সরকারি প্রতিবন্ধী ভাতা পাইনি আমরা।” তিনি আরও জানান, নদী ভাঙনের কারণে ঘরবাড়ি ও কৃষিজমি হারানোর পর বর্তমানে তিনি বড়শিতে মাছ ধরে এবং দুটি ছাগলছানা পুষে পরিবারকে চালাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরও তারা কোনো সহায়তা পাননি। নূরুল ইসলাম জেলা প্রশাসক, সমাজসেবা অফিস ও অন্যান্য এনজিওর কাছে সাহায্যের আবেদন করেছেন। তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন তার স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করতে।

দারিদ্র্য ও জীবিকার তাগিদে নূরুল তার ছাগলছানাদুটি বিক্রি করে একটি গরু কিনতে চাচ্ছেন, তবে অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে। তিনি দেশের ধনাঢ্য ব্যক্তিসহ মানবিক সহায়ক সংস্থার সহযোগিতার আশ্বাস প্রার্থনা করেছেন।

স্থানীয় সমাজকর্মী ও প্রতিবেশীরা বলেন, নদী ভাঙনের ফলে গৃহহারা পরিবারের plight খুবই দুঃখজনক। যথাযথ সহায়তা না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!