ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় কুমার ভার্মা বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে খুব শিগগিরই ভিসা সংক্রান্ত জটিলতার সমাধান হবে। তবে বর্তমানে মেডিকেল ভিসা চালু রয়েছে বলেও তিনি জানান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী রনদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাইকমিশনার।
প্রনয় কুমার ভার্মা বলেন, *“বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে।”*
পরিদর্শনের সময় কুমুদিনী হোমসের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :