ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনে ১৪৪ ধারা, কড়া নিরাপত্তা জোরদার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৪৭ এএম খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনে ১৪৪ ধারা, কড়া নিরাপত্তা জোরদার

খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল রয়েছে। জুম্ম ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও এখনো চালু হয়নি অভ্যন্তরীণ বা দূরপাল্লার কোনো যানবাহন। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে খাগড়াছড়ি সদর ও রামগড়ে হামলা, ভাঙচুর এবং বিজিবির ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত তিনজনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে শিগগিরই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যাবেন বলে জানা গেছে।

এদিকে পাশের জেলা বান্দরবান ও রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি নারী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ চলাকালে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এর পরপরই খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!