ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহার নির্ধারণে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:২৫ পিএম সাতক্ষীরায় নির্বাচনী ইশতেহার নির্ধারণে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্থানীয় উন্নয়নের অগ্রাধিকার ও চাহিদা নিরূপণের লক্ষ্যে “নির্বাচনী ইশতেহার-২০২৫” শীর্ষক উপজেলা পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায়।

সভায় সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান। স্থানীয় উন্নয়ন চাহিদা বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন একশনএইডের ইনস্পেরিটর সুইট খান। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা ইয়ুথ সভাপতি সাকিব হাসানসহ জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন এনজিও কর্মীরা।

পরামর্শ সভায় স্থানীয়দের চাহিদার মধ্যে উঠে আসে—

  • সাতক্ষীরার রাস্তা-ঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

  • সুন্দরবনকে ঘিরে টেকসই ইকোটুরিজম প্রতিষ্ঠা।

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

  • রেল নেটওয়ার্কে সাতক্ষীরাকে যুক্ত করা।

  • উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ নির্মাণ।

  • আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা।

  • সীমান্তে মাদক প্রতিরোধে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা।

  • ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দরে রূপান্তর।

  • পৌরসভার কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।

  • নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বাড়ানো এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা।

  • সবুজ উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণাগার স্থাপন।

  • প্রাণ সায়ের খালের দুই তীর সৌন্দর্যবর্ধন।

  • শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক যুববান্ধব সাংস্কৃতিক ও মুক্তচিন্তার স্পেস গড়ে তোলা।

সভায় প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার ও ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটরসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!