টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের হবিবুর রহমান প্লাজার শর্মা হাউজে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
আলোচনায় শহীদ মারুফের মা ও আহত জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাদের ত্যাগ ও সাহসিকতা স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে ন্যায় ও সমতার চেতনাকে ছড়িয়ে দিতে চাই।”
সভায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব আজগর আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহ্বায়ক রাশিদুল আলম রাশেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালে আহমেদ শফি ইথেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :