ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

গৌরীপুরে শহীদ জোবায়ের স্মৃতি মোটর-বাইক ফুটবল টুর্নামেন্ট/২০২৫ অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৭, ২০২৫, ১২:১৭ পিএম গৌরীপুরে শহীদ জোবায়ের স্মৃতি মোটর-বাইক ফুটবল টুর্নামেন্ট/২০২৫ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে ৬অক্টোবর ২০২৫ (সোমবার) ঐতিহাসিক গোবিন্দপুর হাই স্কুল খেলার মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত হলো “শহীদ জোবায়ের স্মৃতি মোটর-বাইক ফুটবল টুর্নামেন্ট/২০২৫। 
গৌরীপুর শহীদ জোবায়ের স্মৃতি সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত এটি একটি ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর ক্রীড়ানুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও সদস্য সচিব বাবু সুজিত কুমার দাস।
এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল খালেক।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন:
আব্দুল আজিজ মন্ডল, যুগ্ম-আহ্বায়ক
শাহজাহান কবির হিরা, যুগ্ম-আহ্বায়ক
বেগ ফারুক আহমেদ, যুগ্ম-আহ্বায়
মোঃ শাহজাহান সিরাজ, যুগ্ম-আহ্বায়ক
মনিরুজ্জামান পলাশ, যুগ্ম-আহ্বায়ক
মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক
মোঃ জায়েদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক
আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম, যুগ্ম-আহ্বায়কপ্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক আহমেদ তায়েবুর রহমান হিরণ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, সুস্থ শরীর, সুস্থ মন, খেলাধুলা হলো উত্তম বিনোদন। বর্তমানে সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্যে এর কোন বিকল্প নেই। ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টে স্থানীয় যুব সমাজের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং শহীদদের স্মৃতিকে উজ্জীবিত রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
 

কালের সমাজ/  আ.কা/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!