২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি।বাংলাদেশ সময় বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে।
বিজ্ঞানীরা ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক (Metal Organic Frameworks)’ আবিষ্কারের জন্য এ সম্মান পেয়েছেন। এই গবেষণা নতুন প্রজন্মের রাসায়নিক যৌগ গঠনে বিপ্লব এনেছে বলে একাডেমির পক্ষ থেকে জানানো হয়।
এ পর্যন্ত রসায়নে মোট ১১৬ বার নোবেল প্রদান করা হয়েছে। সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার অর্জন করেন জন বি. গুডএনাফ—২০১৮ সালে, ৯৭ বছর বয়সে। বিপরীতে সবচেয়ে কম বয়সে ৩৫ বছর বয়সে (১৯৩৫ সালে) এ পুরস্কার পান ফেদেরিক জোলিয়ট।
উল্লেখ্য, ১৯০১ সাল থেকে শুরু হওয়া নোবেল পুরস্কার বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার উইল অনুযায়ী পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি—এই পাঁচটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কারের ব্যবস্থা করেন। পরে ১৯৬৯ সালে অর্থনীতিকে ষষ্ঠ বিভাগ হিসেবে যুক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :