ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সিরাজগঞ্জ গাজীপুর উপজেলা নাটুয়ারপাড়া জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৪, ২০২৫, ০৪:২৭ পিএম সিরাজগঞ্জ গাজীপুর উপজেলা নাটুয়ারপাড়া জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

গত ২৮ সেপ্টেম্বর রবিবার সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় মাঠে আজ থেকে শুরু হলো ‘‘আলহাজ্ব_মাও_শাহিনুর_আলম  ফুটবল টুর্নামেন্ট–২০২৫”।


দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে ভিড় করেন এলাকার খেলাপ্রেমী দর্শকরা।

উক্ত ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির ও সিরাজগঞ্জ -১ (কাজীপুর সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী #আলহাজ্ব_মাওঃ_মোঃ_শাহিনুর_আলম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ হাসান মনসুর অধ্যক্ষ কাজীপুর মহিলা কলেজ। আরো উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা আমির অধ্যাপক জাহিদুল ইসলাম, কাজীপুর উপজেলা সেক্রেটারি মোঃ আরমান হোসেন, ডা.মো সেলিম রেজা বাবু (বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক), জনাব মো: শাহজাহান আলী ফাস্ট এসিস্ট্যান্ট ইসলামী ব্যাংক, নাটুয়ার পাড়া ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান।

উক্ত খেলার সভাপতিত্ব করেন, জনাব মাওলানা মোঃ রফিকুল ইসলাম টুর্নামেন্টের পরিচালক ও সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামি কাজীপুর উপজেলা শাখা।

খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই ছিলো উৎসবের আমেজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় #জামালপুর ফুটবল একাদশ বনাম #তাড়াশ ফুটবল একাদশ। খেলাকে ঘিরে মাঠে সৃষ্টি হয় উচ্ছ্বাস-উদ্দীপনার পরিবেশ।

প্রধান অতিথি #আলহাজ্ব_মাওঃ_শাহিনুর_আলম  বলেন, ফুটবল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে, সমাজে গড়ে উঠবে সুস্থ ও সুন্দর পরিবেশ। আমি চাই, এখান থেকেই বের হয়ে আসুক দেশের ভবিষ্যৎ তারকা ফুটবলার।

একজন স্থানীয় বাসিন্দার বলেন, আমরা চাই প্রতিবছর এভাবে খেলার আয়োজন হোক। এতে এলাকার তরুণরা খেলাধুলায় আগ্রহী হবে, একদিকে যেমন স্বাস্থ্য ভালো থাকবে, অন্যদিকে অপরাধ প্রবণতাও কমবে।

এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনকে প্রাণবন্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজকরা। খেলা শেষে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় ট্রফি। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে দিন কাটাচ্ছেন নাটুয়ারপাড়া ও আশপাশের গ্রামবাসী।

 

কালের সমাজ/ নু আ./ সাএ 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!