ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

গাজায় সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | অক্টোবর ৪, ২০২৫, ১০:৫৯ এএম গাজায় সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিল ইসরায়েল

গাজায় চলমান যুদ্ধ বন্ধে সেনাবাহিনীকে অভিযান থামানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরই এই সিদ্ধান্ত আসে। ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করে হামাসের হাতে থাকা জিম্মিদের নিরাপদ মুক্তির সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

ইসরায়েলের আর্মি রেডিও ও কান পাবলিক ব্রডকাস্টারের খবরে বলা হয়েছে, রাজনৈতিক মহল সেনাদের অভিযানের মাত্রা কমাতে এবং প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের রাতভর আলোচনার পর এই সিদ্ধান্ত কার্যকর হয়।

আর্মি রেডিওর সামরিক প্রতিবেদক ডোরন কাদোশ এক্সে (সাবেক টুইটার) জানান, গাজা শহর দখলের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে এবং সেনাদের শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপে সীমাবদ্ধ থাকতে বলা হয়েছে।

এর আগে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতি আংশিক সম্মতি জানিয়েছিল হামাস। তারা জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জীবিত ও মৃত উভয় ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত তারা।

শুক্রবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “হামাসের সর্বশেষ বার্তা দেখে মনে হচ্ছে তারা স্থায়ী শান্তির পথে এগোতে প্রস্তুত। তাই ইসরায়েলকে এখনই গাজায় আক্রমণ বন্ধ করতে হবে, যেন আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি শুধু গাজার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার সুযোগ।”

Side banner
Link copied!