ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে

অপহৃত ৪ জেলে উদ্ধার, বনদস্যুদের আস্তানা থেকে অস্ত্র-গুলি জব্দ

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ৪, ২০২৫, ১২:১৫ পিএম অপহৃত ৪ জেলে উদ্ধার, বনদস্যুদের আস্তানা থেকে অস্ত্র-গুলি জব্দ

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অপহৃত ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ভোর ৫টার দিকে শিবসা নদীর আড়বাউনি খাল এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান সদস্যরা যৌথ অভিযান চালায়। এসময় জিম্মি হওয়া জেলেদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন— কয়রা উপজেলার মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), শ্যামনগর উপজেলার শাহাজান গাজী (৪০) এবং দাকোপ উপজেলার হাবিবুর (৩৫)।

অভিযান শেষে বনদস্যুদের ফেলে যাওয়া একটি বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কালের সমাজ/ সাএ

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!