ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

স্বর্ণের দামে রেকর্ড, নতুন উচ্চতায় বিশ্ববাজার

অর্থ-বাণিজ্য ডেস্ক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৪৫ পিএম স্বর্ণের দামে রেকর্ড, নতুন উচ্চতায় বিশ্ববাজার

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রেখে ইতিহাস গড়ল স্বর্ণের দাম। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই অস্বাভাবিক উত্থান বাংলাদেশের বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধীরে ধীরে বাড়ছিল। তবে আগস্ট-সেপ্টেম্বর মাসে তা আরও দ্রুত বৃদ্ধি পায়। শুধু দুই মাসেই আউন্সপ্রতি দাম বেড়েছে প্রায় ৫০০ ডলার।

এ প্রেক্ষাপটে বাংলাদেশেও কয়েক দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় উঠেছিল। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর দাম কিছুটা কমিয়ে আনা হয়। বর্তমানে বাজারে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ভরি প্রতি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায়। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বাড়লে দেশেও তা সমন্বয় করা ছাড়া উপায় থাকবে না। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বিশ্ব অর্থনীতিতে একাধিক অস্থিরতা স্বর্ণের দাম বাড়াচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে টানাপোড়েন, চীন-রাশিয়া-ভারতের সঙ্গে বৈঠক এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইস্যুতে অশান্তি— এসব কারণে ডলারের প্রতি আস্থা কমে যাচ্ছে। ফলে অনেক দেশ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ মজুত করছে।

তিনি আরও জানান, স্বর্ণ খনিতে উৎপাদন কমে যাওয়া ও সরবরাহ হ্রাসও দামের ঊর্ধ্বগতির বড় কারণ।

সব মিলিয়ে স্বর্ণের দাম এখন বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, খুব শিগগিরই বাংলাদেশের বাজারেও নতুন রেকর্ড তৈরি হতে পারে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!