ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

ফ্লোটিলার শেষ জাহাজও ইসরায়েলের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | অক্টোবর ৩, ২০২৫, ০৭:১৩ পিএম ফ্লোটিলার শেষ জাহাজও ইসরায়েলের নিয়ন্ত্রণে

গাজার উদ্দেশে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা পোল্যান্ডের পতাকাবাহী ‘ম্যারিনেট’ নামের জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয়।

এই জাহাজটিতে ছয়জন নাবিক ছিলেন। এটি ছিল ফ্লোটিলার শেষ সক্রিয় নৌযান, যা শুরুর দিকে মোট ৪৪টি জাহাজ নিয়ে অভিযাত্রা শুরু করেছিল।

এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে অন্যান্য নৌযান আটক করে, যেগুলো গাজার ওপর আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়ে দিয়েছিল, অবরোধ অমান্য করলে ‘ম্যারিনেটকেও’ বাধা দেওয়া হবে।

বুধবার থেকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে এবং ইতিমধ্যেই প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

আটককৃতদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Side banner
Link copied!