ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩০ পুরিয়া হিরোইনসহ, মাদক কারবারি কে আটক

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৪৩ পিএম বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩০ পুরিয়া হিরোইনসহ, মাদক কারবারি কে আটক

বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইন সহ মো: সোহাগ হোসেন (৩৭) নামে এক আসামি কে আটক করেছে।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সকালে আটকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামী সোহাগ শার্শার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিনে জনৈক ডাক্তার মোহাম্মাদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া পলাতক আসামী কাকুলি খাতুন (২৪) এর ঘরের ভিতর হতে হেরোইন সহ সোহাগ কে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পলাতক আসামী কাকুলি খাতুন পালিয়ে যায়। পলাতক আসামীকে আটকের জন্য অভিযান চলছে।

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

কালের সমাজ/ সাএ 

Side banner
Link copied!