কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোছাঃ শারমিন বেগম নামে এক নারীর স্বামী ও দেবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তারা দুজনই গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় রবিবার (৯ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শারমিন বেগম, যিনি এমদাদুল হক রিপনের স্ত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা হলেন— মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল কাশেম আলী, মোঃ সিরাজ উদ্দৌলা, মোছাঃ সুফিয়া বেগম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল করিম, মোছাঃ জাম্বিয়া বেগম এবং মোঃ প্রান্ত। তারা সকলেই ভূরুঙ্গামারী উপজেলার উত্তর বাংবানুরকুটি ও মাহিগঞ্জ এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) দুপুরে শারমিন বেগম তার স্বামী এমদাদুল হক রিপন ও দেবর সাইফুর রহমানকে সঙ্গে নিয়ে তাদের নানার কবরস্থান পরিষ্কার করতে যান। এ সময় ১নং বিবাদী আব্দুর রহমান গালাগাল ও হুমকি প্রদান করেন এবং কিছুক্ষণ পর সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হন। পরে তারা দা, বঁটি, সাবল ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় এমদাদুল হক রিপনের ডান হাতে দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। ছোট ভাই সাইফুর রহমান এগিয়ে এলে তাকেও পিঠ ও পায়ে বঁটি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সাইফুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী শারমিন বেগম বলেন,
“আমাদের দখলকৃত জমি জোরপূর্বক দখল করার চেষ্টা তারা দীর্ঘদিন ধরে করছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিবাদীরা তা মানেনি। এখন খুনের উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালিয়েছে।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“মহিলা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :