দেশীয় জাত—আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ তানভীর হাসান এর সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কৃষক ও খামারিদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রদর্শনীতে স্থানীয়ভাবে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং পুষ্টিকর প্রাণিখাদ্যের বিভিন্ন নমুনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন খাইরুল এগ্রো ফার্ম-এর প্রতিনিধি ইমাম হোসেন। তিনি দেশীয় জাতের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং খামারি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রাণিসম্পদ খাতে দেশের অগ্রগতি নির্ভর করে মানসম্মত জাত সংরক্ষণ, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বিতভাবে কাজ করলে এ খাত আরও শক্তিশালী হবে।”
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :