গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরের “জয়বাংলা” পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল শহীদদের প্রতি সশস্ত্র সালাম প্রদান করে।
এরপর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে উপস্থিত সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দিবসটি উপলক্ষে পরে সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সংঘটিত বুদ্ধিজীবী হত্যাকান্ডের স্মৃতিচারণ করেন এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা সভায় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটির কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :