ঢাকার আশুলিয়ায় বৃষ্টি নেই তবুও পানির নিচে রাস্তা দেখা যায় না, এতে লাখ লাখ শ্রমিকসহ জনগণের চরম ভোগান্তি, শত চেষ্টা করেও জলাবদ্ধতা নিরসন হচ্ছে না।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫ইং) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসা বাড়ির বাথরুমের পানি ও পোশাক কারখানার ক্যামিকেলের বিষাক্ত পানি রাস্তায় ছেড়ে দেয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি করছে। অন্যদিকে সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে, এলাকাবাসী মানববন্ধন করেও জলাবদ্ধতার সমাধান করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫ইং) সকাল ১০টায় ঢাকার আশুলিয়ার জামগড়া সমীর প্লাজারের সামনে এলাকার হাজার হাজার মানুষ সম্মিলিতভাবে মানববন্ধন করেও কোনো সমাধান হয়নি। কিছু চাঁদাবাজ সুবিধা নিতে নয়নজুলি খালের দখলবাজদের সাথে যোগাযোগ করার তথ্য পাওয়া যাচ্ছে।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ মোর্শেদ আলম ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আশুলিয়া থানা কমিটির সেক্রেটারি মোঃ আবুল হোসেন মীর, আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বকুল ভুঁইয়া এ ব্যাপারে জানান, যেকোনো মূল্যে নয়নজুলি খাল উদ্ধার ও এলাকার জলাবদ্ধতা নিরসন করা হবে, দখলবাজ ও চাঁদাবাজ যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া জানান, এলাকার রাস্তার বেহাল অবস্থা জলাবদ্ধতা নিরসনে সবাই মিলেমিশে কাজ করতে হবে, সবাই মিলে টাকা পয়সা দিয়ে উন্নয়নমূলক কাজগুলো করতে হবে এবং সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
কালের সমাজ / সাএ


আপনার মতামত লিখুন :