ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ায় জুয়া ও মাদকের অবৈধ কারবার দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের অর্থ জোগাড়ের জন্য এলাকায় চুরি, ছিনতাই, খুনসহ নানা অপরাধমূলক তৎপরতাও বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা যায়, চাকরির আশায় দেশের প্রায় ৬৪ জেলার মানুষ আশুলিয়ায় এসে বসবাস করছেন। তবে প্রত্যাশিত চাকরি না পেয়ে অনেকেই অটোরিকশা চালানোসহ খণ্ডকালীন কাজে যুক্ত হচ্ছেন। আবার কেউ কেউ কাজের অভাবে মাদক ব্যবসা, জুয়া ও অন্যান্য অবৈধ কার্যক্রমে জড়িয়ে পড়ছেন। এতে করে এলাকার সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর বিভিন্ন অলিগলি ও নির্জন এলাকায় জুয়ার আসর বসছে। পাশাপাশি মাদক কেনাবেচা প্রকাশ্যেই চলতে দেখা যাচ্ছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা ও নিয়মিত অভিযান জরুরি বলে মনে করছেন তারা।
এ বিষয়ে সচেতন মহলের দাবি, বেকারত্ব নিরসন, পুনর্বাসনমূলক কর্মসূচি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
কালের সমাজ/ সাএ


আপনার মতামত লিখুন :